আমাদের সম্পর্কে

স্বপ্নের অগ্রযাত্রায়.....

ছদাহা ডটকম একটি অলাভজনক প্রতিষ্ঠান। সাইফুল ইসলামের হাত ধরে  ২০১৫ সালে  যাত্রা শুরুর পর থেকে এটি স্বেচ্ছাসেবাকে প্রযুক্তিনির্ভর করে প্রান্তিক  মানুষের কাছে সহজলভ্য করতে নিরলস কাজ করছে। যার মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তরুণ ও যুবকদের দক্ষতা বৃদ্ধি,  পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবা প্রদান, খাদ্য ও  শিক্ষা  নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।  যার চূড়ান্ত লক্ষ্য  স্মার্ট  ও মডেল ইউনিয়ন গড়ার মাধ্যমে দেশব্যাপী কার্যক্রমের সুফল  ছড়িয়ে দেওয়া।  বর্তমানে স্মার্ট লাইব্রেরি, ভিলেজ কেয়ার, ডিজিটাল ফুড ব্যাংক,  ব্লাড বোর্ড, অক্ষরবাড়ি, লিগ্যাল এইড সহ যুগান্তকারী প্রকল্প ও উদ্যোগ নির্দিষ্ট সংখ্যক এলাকায় পরীক্ষামূলক চালু রয়েছে। যা দেশের প্রচলিত আইন ও প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই সারাদেশে চালুর উদ্যোগ নেওয়া হবে।  ইতিমধ্যে কাজের স্বীকৃতি ও মূল্যায়নে অর্জন করেছে সিআরআই প্রদত্ত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।  

অস্থায়ী অফিস: ১১/১২ সিপিডিএল প্যারামাউন্ট সিটি, আন্দরকিল্লা, চট্টগ্রাম
মোবাইল : 01305558452